
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বন্যার্তদের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ওই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানু মজুমদার এমপি। অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব-উল-আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পাভেল চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আলম সরকার, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, বিভাস সরকার প্রমুখ। অনুষ্ঠানে ২০০ জন বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ শেষে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও চন্ডিগড়ে খাদ্যবান্ধব কর্মসুচী উদ্বোধন করেন এমপি মানু মজুমদার।