
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা ইনডোর স্টেডিয়ামে চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ দরিদ্র মানুষের মাঝে এই প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মনির হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, চারশত উপকারভোগীর মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। এরমধ্যে প্রত্যেককে ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি লবণ, ৫০০ গ্রাম গুড়া দুধ, ২ লিটার তেল, খাবার স্যালাইন ১ বাক্র ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২ পাতা দেয়া হয়।