শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. গোলাম কবীর

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীরকে নেত্রকোনার শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দেয়া হয়েছে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামূল হক আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
আরাফাত জানান, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ হাসিনা বিশ^বিদ্যালয় আইন ২০১৮ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম ভিসি পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে টানা চার বছর ভিসি পদে দায়িত্ব পালন করতে পারবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠিত হয়। এরপর একই বছরের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে প্রতিষ্ঠানটির প্রথম ভিসি নিয়োগ দেয়া হয়। গত ৩১ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়। এরপর থেকে ভিসির পদটি শূন্য ছিল। অর্থাৎ ড. গোলাম কবীর এ বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় ভিসি হচ্ছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।