
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় অক্সিজেনের অভাবে ফিসারীতে বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এতে করে প্রায় তিনশো মণ মাছ ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফিসারীর মালিক।
রবিবার সকালে ওই উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং বাজার এলাকায় সাইফুল আলমের ২৫ একর জমিতে একটি ফিসারীর মধ্যে এ ঘটনা ঘটে।
ফিসারীর মালিক সাইফুল আলম বলেন, কেন্দুয়া উপজেলা চিরাং ইউনিয়নের ভাগাইট্যা এলাকার ২৫ একরের একটি ফিসারী ৩ বছরের জন্য তিনি ৫৭ লাখ টাকায় লীজ নেন। এতে প্রায় ২ কোটি টাকার দেশীয় প্রজাতির পাবদা, গুলসাসহ দেশীয় মাছের চাষ করেছিলেন। কয়েক সপ্তাহ পরেই মাছগুলো বিক্রি করার উপযোগী হতো। কিন্তু রোববার ভোর থেকে ফিসারীতে প্রচুর মাছ মরে ভাসতে থাকে। এরিমধ্যে প্রায় তিনশো মণ মাছ মরে ভেসে উঠেছে বলে জানান তিনি।
কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি অক্সিজেন স্বল্পতার জন্য এমন হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩শ মণ মরা মাছ মরে ভেসে উঠেছে। অক্সিজেনের পরিমাণ যেখানে ৫ পয়েন্ট থাকার কথা সেখানে ২.৮ পয়েন্ট ছিল। মূলত অক্সিজেন স্বল্পতার জন্যই মাছগুলো মরে ভেসে উঠছে।