দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি: জ¦ালানী তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় কেন্দুয়া দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমৃসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপি ও পৌর শাখা এই কর্মসূচীর আয়োজন করে।
এতে উপস্থিত, ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান ভুইয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ শেখ হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশ গ্রহনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জোর দাবী জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।