পূর্বধলায় ট্রাকচাপায় মোটসাইকেলের চালক ও আরোহী নিহত

বিশেষ প্রতিনিধি:  নেত্রকোণার পূর্বধলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইলের চালক ও একজন আরোহী নিহত হয়েছে। এসময় অপর এক আরোহী আহত হয়েছেন। মুর্মূষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত এক মাসে ওই সড়কে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহত দুজনের মধ্যে মোটরসাইকেলের চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। আর নিহত আরোহীর নাম আনোয়ার হোসেন (২৫)। তিনি ময়মনসিংহের গৌরীপুরের নওয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আহত আরোহী হলেন, মারুফা আক্তার (১৮)। তিনি গৌরীপুরের টাঙ্গাইতপাড়া এলাকার হারুন অর রশিদের মেয়ে। এলাকার কয়েকজন বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরেএকটি মোটরসাইকেলে করে তিনজন দুর্গাপুরের বিরিশিরি থেকে শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। বেলা একটার দিকে মোটরসাইকেলটি পূর্বধলার জারিয়া এলাকায় পৌঁছলে পেছন থেকে বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে চালক ও একজন আরাহী ঘটনাস্থলেই মারা যান। অপর নারী আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের মধ্যে মোটরসাইকেল চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ নিয়ে থানায় মামলা করা হবে।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।