
স্টাফ রির্পোটার: নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে রোববার বিকেলে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধীকৃত সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলা উদ্দিন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ সেচ্ছাসেবী সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মোট ৭১ টি সেচ্ছাসেবী সংস্থার মধ্যে ১৭ লক্ষ ০৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।