
স্টাফ রির্পোটার: নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা সিভিল সার্জন মোঃ সেলিম মিঞা, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানসহ জেলার ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জেলার আইনশৃংখলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।