নেত্রকোণায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি: ২০০৪ সালে ২১শে আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলায় দণ্ডিতদের রায় কার্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১ টায় জেলা শহরের ছোট বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু (এমপি), সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী (এমপি), জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সদস্য একেএম নজরুল ইসলাম ফকির, নেত্রকোণা সদর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, পৌর শাখা সভাপতি অর্পিতা খানম সুমী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামাতের নিজামী-মুজাহিদীসহ ২১ শে আগস্ট গ্রেনেড হামলার দন্ডপ্রাপ্তদের অবিলম্বে রায় কার্যকর করা হোক।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।