
বিশেষ প্রতিনিধি: তীব্র দাবদাহের কারণে নেত্রকোণার পূর্বধলা ধলাই ময়মনসিংহ- জারিয়া ঝানজাইল রেলপথে রেল লাইন বেঁকে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
পরে রেলওয়ের ও স্থানীয় লোকজন কুচুরিপানা ও পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করেন। এঘটনার দুই ঘণ্টা ট্রেন পুনরায় চালু করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রেলপথের পূর্বধলা রেলওয়ে স্টেশনের উত্তর দিকের একটি রেলসেতুর কাছে।
পূর্বধলা রেলওয়ে স্টেশন সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে তীব্র তাপদাহের কারনে পূর্বধলা রেলওয়ে স্টেশনের উত্তর দিকে রেল সেতুর কাছে রেলাইনের প্রায় ৫০ মিটার রেলপথ বেঁকে যায়। বিষয়টি ট্রেন চালকের মাধ্যমে জানতে পেরে রেলওয়ের পি.ডাব্লিউ (পথ) অফিসের লোকজনের মাধ্যমে কুচুরিপানা ও পানি ঢেলে লাইনের তাপমাত্রা স্বাভাবিক করা হয়। রেলের তাপমাত্রা স্বাভাবিক হলে রেললাইন ও স্বাভাবিক অবস্থায় চলে আসে। এ সময় ময়মনসিংহগামী ২৭৩ নম্বর আপ ট্রেনটি দুইঘন্টা আটকে থাকে। দুইঘন্টা পর রেললাইন স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
২৭৩ নং আপ ট্রেনের চালক রেজাউল আলম জানান, দূর থেকে বেঁকে যাওয়া রেল লাইন দেখে ট্রেনটি থামানো হয় এবং রেলপথের লোকজনকে জানানো হয়। পরে রেলপথ স্বাভাবিক করা হলে আবার ময়মনসিংহের উদ্দেশ্যে ট্রেন চালু করা হয়।
রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তীব্র তাপদাহের কারণে রেলপথে রেললাইনে বাঁক ধরে যায়। ফলে ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও পরে রেল লাইনে পানি ঢেলে রেলপথ স্বাভাবিক করে ট্রেন চলাচল পুনরায় সচল করা হয়। এটি স্বাভাবিক ঘটনা। বেশি তাপমাত্রায় এমনটি হয়।