মোবাইল টাওয়ারে মাদ্রাসা শিক্ষার্থী : তিন ঘন্টা চেষ্টায় উদ্ধার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরের বড় স্টেশন এলাকার একটি গ্রামীণফোনে টাওয়ারে ওঠে অবস্থান করছে মাদ্রাসার এক শিক্ষার্থী।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোর মোহাম্মদ বিশ্বাস নামের ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা তাকে মোবাইল ফোনের টাওয়ারের উপরে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ,ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মীরা তিন ঘন্টা চেষ্টা করে দুপুর পৌনে বারোটার দিকে তাকে উদ্ধার করে। মোহাম্মদ বিশ্বাস (১৪)কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই মাদ্রাসাতুল আরকামের শিক্ষার্থী।

নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করেছে। তবে কেন সে টাওয়ারে উঠেছে তা পুলিশ তদন্ত করছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।