
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্জে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটিসহ সর্বস্থরের নেতৃবৃন্দ।