কমরেড মণি সিংহ আমাদের আদর্শ, অহংকার

আল- আমিন খাঁন: প্রতিনিয়তই যে মানুষটির আদর্শ আমাদেরকে গভীর ভাবে ভাবিয়ে তোলে চিন্তায়-চেতনায়,মানবিকতায়, বোধ-বিশ্বাসে। আমরা যাকে শ্রদ্ধাভরে স্মরণ করি, যার আদর্শে অনুপ্রানিত হই, উচ্ছাসিত হই, অনুসারী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি। যে মানুষটি রাজপথ কাপিয়ে মার্কসবাদ লেলিনবাদ চেতনায় উদ্ভুদ্ধ হয়ে এ দেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে সু-দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে একটি সু-শৃঙ্খল সাম্যবাদী সমাজ তথা রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রয়াসে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। সেই বলিষ্ঠ মহান ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, পথপ্রদর্শক, আমাদের আদর্শ আমাদের অহংকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা, ব্রিটিশ বিরোধী সংগ্রামী নেতা, টংক আন্দোলনের মহা নায়ক, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, বিপ্লবী কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা- কমরেড মণি সিংহ। আজ এই মহান নেতার ১২১ তম জন্মদিন। তিনি ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতায় এক অভিজাত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। আজ এই শুভক্ষণে আমি উনার জীবন ও আদর্শের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। হে বিপ্লবী কিংবদন্তি! আমরা আজ অব্দি তোমার অভাব অনুভব করি। আজ তোমাকে বড়ই প্রয়োজন। যে মানুষটি আমার মনো জগতে বোধ ও বিশ্বাসে মনের অতলান্তে একটি ছবি অহর্নিশি ভেসে থাকে সেই ছবিটিকে আমার বড়ো ছুঁতে ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে হয়, খুব কাছাকাছি গিয়ে বলতে ইচ্ছে হয় – এত তেজ, এত প্রেম, এত মানবিকতা কোথায় পেলে!! আমি তোমাকে খুজি- বাতাসে ভেসে আসা শোঁ শোঁ শব্দে, মেঘ পুঞ্জে, সমুদ্রের উত্তাল ঢেউয়ের কল কল ধ্বনিতে। আমি তোমাকে খুজি- দশাল গ্রামের মেহনতি মানুষের ভিড়ে, প্রতি বছর মেলাতে, তোমার লেখা বই- “জীবন সংগ্রামে”। আমি তোমাকে খুজি- কবিতায়, বক্তৃতায়, পাঠচক্রে কিংবা কোন আড্ডায় তোমার প্রসঙ্গ এলে। আজকের এই দিন টি আমাদের কাছে মাহেন্দ্র ক্ষণ। এই শুভক্ষণটি আমাকে উত্তেজিত করে তোলে এ জন্যই তুমি দিয়েছ অনেক, আমি কি দিবো? জাতি, দেশ, মা-মাটির জন্যে। হে মহান তোমার কাছে যা পেয়েছি তার থেকে যদি অল্প কিছু আমি মানুষের জন্য দিয়ে যেতে পারি এ জনম ধন্য হবে। হে মহান আমার পাশে থেকো, প্রেরণা যোগাও। আমি তোমার আদর্শে গড়া একটি পৃথিবী দেখতে চাই। যেখানে কোন ক্রন্দন নেই, হাহাকার নেই, জাতি ধর্ম বেধাবেদ নেই, যেখানে আছে শুধু মানুষে মানুষে মেলবন্ধন। তদ্রুপ একটি সমাজতান্ত্রিক সাম্যের রাষ্ট্র দেখার প্রত্যয় নিচ্ছি তোমার এই শুভ জন্মদিনে। হে বিপ্লবী মহান ভাস্বর পুরুষ তোমাকে জানাই শত শত বার লাল সালাম। বিপ্লব দীর্ঘজিবী হোক। লেখকঃ- আল- আমিন খাঁন সাবেক সাঃ সম্পাদক- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন(দুর্গাপুর) 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।