নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী আহত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সালেহা আক্তার খাতুন (৬০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। আহত সালেহা আক্তার নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় আহত সালেহা আক্তার বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় তিনজনকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরী করেছেন। বিবাদীরা হলেন, একই গ্রামের বাবুল মিয়া, মারুফ মিয়া ও রেখা আক্তার।
অভিযোগে প্রকাশ, গত ২৪ জুলাই রাতে শত্রুতার জের ধরে সালেহা আক্তারের বাড়ির সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে সালেহা আক্তারের উপর অর্তকিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বিবাদীগণ প্রকাশ্যে ভয়ভীতি ও খুন জখমের হুমকী দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভিকটিম সালেহা আক্তার খাতুন জানান, ‘প্রতিপক্ষের লোকজনের সাথে আমার ভাড়া দেওয়া দোকান নিয়ে সমস্যা চলছিল। তারা প্রভাবশালীদের নিয়ে আমাকে খুন করে আমার জমি সম্পত্তি দখলের পায়াতারা করছে। গত কয়েকদিন আগে প্রতিপক্ষের লোকজন আমার দোকান ঘরে দেশীয় অস্ত্র রেখে আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছে। যেকোনো সময় আমাকে খুন করার হুমকিও দিচ্ছে। আমি অসহায় মানুষ, আমি এর বিচার চাই।’
নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।