
বিশেষ প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যার পর নেত্রকোণায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
যুবদলের নেতাকর্মীরা মঙ্গলবার রাত আটটার দিকে নেত্রকোণা পোস্ট অফিসের মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়ার মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে করে।
জেলা যুবদলের ১ নং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি’র নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রফিক, পৌর যুবদলের আহবায়ক মোকাম্মেল হক রানা, সদস্য সচিব টুটন আহম্মেদ, জেলা যুবদল নেতা মানিক তালুকদার প্রমুখ।