
বিশেষ প্রতিনিধি: “মেধা ও মননে সুন্দর আগামী” প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস), নেত্রকোণার যৌথ উদ্যোগে কৈশোর কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচির কৈশোর স্বাস্থ্য উন্নয়ন এবং পুষ্টি সচেতনতা বিষয়ক আলোচনা এবং স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। গত ০৫ জুন থেকে ২৩ জুন ২০২২ পর্যন্ত নেত্রকোণা সদর এবং কেন্দুয়া উপজেলার ১৫টি কিশোরী ক্লাবের ৩৭৫ জন কিশোরীর সাথে বয়:সন্ধির ধারণা, পুষ্টি সচেতনতা বিষয়ক আলোচনা এবং ম্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। উক্ত আলোচনা এবং ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলী আহসান সুমন, ফোকাল পার্সন, কৈশোর কর্মসূচি। ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক, হামিদা আক্তার, হাসি আক্তার, জিমুলা আক্তার, নাজমা আক্তার এবং কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার ঝলমল সরকার ঝলক।