
বিশেষ প্রতিনিধি: শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে ”শিক্ষা সপ্তাহ ২০২২”উপলক্ষে ইংরেজি রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে নওশাদ ইসলাম রিহান। সে নেত্রকোণা জেলার সদর উপজেলা শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা প্রভাষক নজরুল ইসলাম ও প্রভাষক রওনক সুলতানা দম্পতির ছেলে।
নওশাদ ইসলাম রিহান নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির প্রভাতী শাখার একজন শিক্ষার্থী। সে ইতোপূর্বে উপজেলা, জেলা, বিভাগীয় এবং সর্বশেষ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত জাতীয় পর্বের প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। রিহান বিএনসিসি, বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এছাড়াও ফিজিক্স অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নিয়েও জাতীয় পর্বে বিজয়ী হয়েছে।