
দুর্গাপুর প্রতিনিধি: মাদরাসাপড়ুয়া এতিম ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের নিয়ে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সমিতি মিলনায়তনে ইফতারের পর তাদের পবিত্র কোরআন শরীফ,আতর,টুপি এবং জায়নামাজ উপহার দেয়া হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
শিরবির বাইতুল কোরআন নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন,সাধারণ সম্পাদক কলি হাসান তালুকদার, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্বাস আলী, ইয়াকুব আলী জীবন, সাংবাদিক শফিকুল আলম সজীব,মোরশেদ আলম,রাজেশ গৌড়,ইয়াসিন মিয়া,মুর্শিদা আকন্দ,পলাশ সাহা,আদনানুর রহমান প্রমুখ।
এ আয়োজন নিয়ে কবি সজীম শাইন বলেন, মাহে রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই শিশুদের নিয়ে আজ ইফতার আয়োজন করতে পেরে নিজেদের কাছে খুব ভালো লাগছে। পবিত্র এই মাসের উসিলায় মহান আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন দান করুন।