
মোঃ রিফাত রেজওয়ান জয়: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এর আয়োজনে সোমবার সোমবার সন্ধ্যা ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কোভিড-১৯ মহামারীর দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের মানসিক বিপর্যস্ততা কাটিয়ে উঠতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডঃ সুব্রত কুমার আদিত্যসহ সকল অনুষদের শিক্ষকগণ।
খেলায় প্রত্যেক বিভাগ অনুযায়ী মোট ১৪টি দল পুরুষ দ্বৈত (৮), নারী দ্বৈত (৬) অংশগ্রহণ করে।
উক্ত টুর্নামেন্টের বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক ফাতেমা আক্তার হিরামনি বলেন, করোনাকালীন মুহূর্তে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, অস্থায়ী ক্যাম্পাসের ফলে ক্যাম্পাসে কোন ইনডোর স্টেডিয়াম নেই এছাড়া পরিকল্পিত মাঠের ব্যবস্থাও করা যাচ্ছে না। খেলা পরিচালনায় উক্ত প্রতিবন্ধকতাগুলো খুব শীঘ্রই হবে বলে আশা করছি।