বিএনপি নেতা আলালের বিরুদ্ধে নেত্রকোণায় বিক্ষোভ, কুশপুত্তুলিকাদাহ

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরুপ মন্তব্য ও কটূক্তি করার প্রতিবাদে বিএনপি যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে নেত্রকোণায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তুলিকাদাহ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের ছোটবাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের স্থানীয় সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবা রহমান খান শেফালি। সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মুঞ্জু রানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দী, সাধারণ সম্পাদক সৈয়দা শামছুন্নাহার, সদস্য কামরুন্নাহার খানম, ফাহমিনা সুলতানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য দেওয়ান কামরুল হাসান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে মোয়াজ্জেম হোসেনের কুশপুত্তুলিকাদাহ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটির আয়োজনে এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। জঘন্য ভাষায় প্রদান করা সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তার অশোভন বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রীকেও টানা হয়।
সাংসদ হাবিবা রহমান খান বলেন, মেয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তা দৃষ্টতার সামিল। শুধু তাই নয়, দুই দেশের সরকার প্রধানকে নিয়ে তাঁর এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা হয়েছে। মামলায় দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।