
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্গাপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো সাদেকুল ইসলামকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে।
সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী যুবলীগের লীগের আহ্বায়ক মাসুূদ খান জনি, যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জনি ও দেওয়ান রনি স্বাক্ষরিত বহিস্কারাদেশের চিঠি দিয়েছে উপজেলা যুবলীগকে।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান রনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলেও সাদেকুল ইসলাম দলের গুরুত্বপুর্ন পদে থেকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।যা আওয়ামী যুবলীগের দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে মর্মে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর পরামর্শে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।