সাহিত্য অবদানের জন্য স্বর্ণপদক পেলেন কবি সজিম শাইন

বিশেষ প্রতিনিধি: সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক পেলেন নেত্রকোণার দুর্গাপুরের কবি সাজিম শাইন। অনলাইন লিটারেচার গ্রুপস’ ইউনিটি(ওএলজিইউ) শুক্রবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউটে আন্তর্জাতিক সাহিত্য গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

কবি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত জাতীয় শিল্পী ও মুক্তিযোদ্ধা শাহীন সামাদ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি,সংগঠন ও গবেষক এবং জয় বাংলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান নিজামীসহ বিশেষ অতিথিসহ লেখক, কবি, ও গুণীজন উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য “জন্ম-মৃত্যুর পাঠশালা” কাব্য গ্রন্থের জন্য কবি সজিম শাইনকে স্বর্ণপদক প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।