নেত্রকোণায় কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক লেখক ভট্টাচার্যের জন্মদিনে প্রার্থনা সভা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের জন্মদিন উপলক্ষে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ সরকারের পক্ষ থেকে এ প্রার্থনাসভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা সৎসঙ্গ আশ্রমে নেত্রকোণা জেলা ছাত্রলীগ এর বেশ কিছুসংখ্যক কর্মীদের নিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার জন্যে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ সরকার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। যশোরের মনিরামপুরের ছেলে লেখক সেখানকার এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাতিজা। যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনে ভর্তি হন তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন লেখক ভট্টাচার্য। বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।