নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের মাঝে চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস মোকাবেলায় নারী উদ্যোক্তাদের প্রস্তুতকৃত ৪০ হাজার মাস্ক সরবরাহ এবং চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। অন্যানোর মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন, এনডিসি মো. সাইফুল ইসলাম, জেলা প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন, বিটিভি এর জেলা প্রতিনিধি শিমুল মিলকী, যায়যায়দিন এর জেলা প্রতিনিধি চন্দন চক্রবর্তী, প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী, নারী উদ্যোক্তা লিমা দেবনাথ, জুবেলী খান, ফারহানা আক্তার মিনু, আইরিন সুলতানা, শাহানা আক্তার পপি, আসমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় নারী উদ্যোক্তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। দেশের সফল নারী উদ্যোক্তাগণ আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছেন। স্থানীয়ভাবে নারী উদ্যোক্তাদের উৎপাদিত সকল পণ্য সঠিকভাবে বাজারজাতকরনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।