আটপাড়ায় টিকা না পেয়ে স্টোর কিপারকে মারধরের অভিযোগে যুবক আটক

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় করোনার টিক নিতে এসে না পেয়ে হাসপাতালের দায়িত্বে থাকা স্টোর কিপার মো. মির্জা আতাউর রহমান ওরফে জুয়েলকে মারধর করা অভিযোগে এক যুবককে আটক করা হয়। মঙ্গলবার সকালে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে বিকেলে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মে. নুরুল আমিন (৩২)। তিনি উপজেলার মোবারকপুর গ্রামের গিয়াস উদ্দিন আহমেদের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১০টা থেকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সকাল নয়টা থেকেই টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় জমে যায়। সারিবদ্ধভাবে লোকজন টিকা নিতে শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে জানানো হয় টিকা শেষ হয়ে গেছে। আজ আর দেওয়া সম্ভব নয়। টিকা নিতে আসা লোকজন টিকা না পেয়ে হৈইচৈই শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মির্জা আতাউর রহমান লোকজনকে শান্ত হয়ে চলে যেতে বলেন। এক পর্যায়ে টিকা নিতে আসা নুরুল আমিন আতাউর রহমানের সঙ্গে তর্কে জড়িয়ে যান। ক্ষিপ্ত হয়ে নুরুল আমিন আতাউর রহমানকে মারধর শুরু করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নুরুল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুপুরে আতাউর রহমান বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন। পুলিশ নুরুল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করে।
স্টোরকিপার মির্জা আতাউর রহমান বলেন, ‘আমরা করোনার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। সকালে টিকা দেওয়ার সময় ভিড় হয়। কিছুক্ষণের মধ্যেই টিকা শেষ হয়ে যায়। পরে টিকা না পাওয়া লোকজনকে ধৈয্য ধরে আগামীকাল এসে টিকা নিতে বলা হয়। এসময় নুরুল আমিন আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করেন। আমি এঘটনার বিচার চাই।’
ঘটনার পর অভিযুক্ত নুরুল আমিন পুলিশ হেফাজতে থাকায় তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
আটপাড়া থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, ‘স্টোরকিপারকে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় নুরুল আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফ আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে নেত্রকোণা সিভিল সার্জন মো. সেলিম মিয়া বলেন, ‘আটপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে টিকা কার্যক্রম শুরু হয়। ২৮০ জনকে টিকার দেয়ার পর সেখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করা হাসপাতালের স্টোরকিপারের ওপর এক যুবক হামলা করেন। পরে টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিষয়টি দুঃখজনক। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। আগামীকাল থেকে সবাই টিকা পাবেন।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।