ব্রাহ্মণবাড়িয়ার মাদক বিক্রেতা নেত্রকোণায় গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: কৌশল করেও শেষ রক্ষা হলো না মাদক বিক্রেতার। নেত্রকোণায় গোয়েন্দা পুলিশের ফাঁদে পা রেখে দশ কেজি গাঁজাসহ আটক হয়েছেন মাদকের পাইকারি বিক্রেতা আব্দুল লতিফ মন্ডল। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের নবাব আলী মন্ডল’র ছেলে। বুধবার সকাল সাড়ে আটটায় একসহযোগীসহ তিনি নেত্রকোনায় আটক হয়েছেন।
নেত্রকোণার গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আব্দুল লতিফ নেত্রকোণায় পাইকারি দামে গাঁজা সাপ্লাই দিতে এসেছিলেন। মাদকের খুচরা বিক্রেতাকে সাপ্লাই দেয়ার সময় সদর উপজেলার দিঘজান এলাকা যান। সেখানে ডিবি পুলিশের এস আই ফরিদ আহমেদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দলের হাতে ১০ কেজি গাঁজাসহ হাতে আটক হন। এসময় তার দেয়া তথ্যমতে, জেলার সদরের নিশ্চিন্তপুর গ্র্রামে আব্দুল মান্নানের ছেলে মোঃ রাব্বি মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইন-চার্জ এটি.এম মাহমুদুল হক জানান, মাদক বিক্রেতা লতিফকে জেলা সদরের দিঘজান এলাকা থেকে দশ কেজি গাঁজাসহ আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।