দুর্গাপুরে ছেলের কুড়ালের কোপে বাবা গুরুতর আহত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নে ছেলের কুড়ালের কোপে বাবা গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার দুপুরে ওই ইউনিয়নের উত্তর নাওদাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম আলী উসমান (৭০)। তিনি ওই গ্রামের মৃত ওহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক আলী উসমানের ছোট ছেলে মো. ইয়াহিয়া (২৫) বেশ কয়েক বছর ধরে মানুষিক রোগ নিয়ে বাড়ীতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। অতিরিক্ত পাগলামী করার কারনে প্রায় সময় তাকে শিকলে বেঁধে রাখা হতো। গেল ঈদুল আযহা উপলক্ষে তাঁর বাঁধন খুলে দেয়া হয়। রোববার সকালে পরিবারের সকলের সাথে নাস্তা করে বাড়ির বাহিরে যায় ইয়াহিয়া। তার বাবার শরীর খারাপ লাগায় সকালের নাস্তা খেয়ে ঘরে শুয়ে থাকেন। এ সময় ইয়াহিয়া ঘর থেকে বিক্রির চাল নিতে গেলে বাবা নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার মাথায় কোপ ইয়াহিয়া। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলী উসমান কে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মো. তানজিরুল ইসলাম জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহনুর এ আলম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।