প্রকৃতির গান -আরতী ভট্টাচার্য দাস

প্রকৃতির গান
-আরতী ভট্টাচার্য দাস

টুপটাপ ঝিরিঝিরি ঝমঝম বৃষ্টি,
জানলার সার্শিতে ঝাপসা হয় দৃষ্টি।

ইলশে গুঁড়ি বৃষ্টিতে আজ ইলিশ জমে ভালো,
রান্নাঘরে মায়ের হাতে ইলিশ করে আলো।

রাইকিশোরী সেজেছে আজ কদম ফুলের মালায়,
আসমানী রঙের শাড়িতে তাকে ভালোই মানায়।

পথঘাট নদীনালা মিলেমিশে একাকার,
রূপে রসে গন্ধে সাজিয়েছে পৃথু অবতার।

গুরুগুরু রবে মেঘ বাজায় দাদুরী,
ময়ূর নৃত্যে মাতে যেন বাজিছে বাঁশরী।

বরিষধারায় পৃথ্বী হয় কলুষমুক্ত,
কচি কচি প্রাণ আজ খুশিতে হিল্লোলিত ।

কৃষকের কণ্ঠে বাজে মিষ্টি মধুর সুর,
আকাশ বাতাস ভরে দূর হতে দূর।

 

লিখেছেন-ভারত থেকে

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।