প্রধান শিক্ষক দিলীপ দত্ত মজুমদার আর নেই…

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলার চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও রায়পুর গ্রামের বাসিন্দা শিক্ষাবিদ দিলীপ দত্ত মজুমদার (৭৮) গত শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাতে গ্রামের বাড়ির পারিবারিক শ্মাশানে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কর্মজীবনে তিনি চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের দি এডওয়ার্ড ইনস্টিটিউশন, কিশোরগঞ্জের আচমিতা জর্জ ইনস্টিউশন ও ফকির আশরাফ কলেজে শিক্ষকতা করেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কাল থেকে কালান্তরে (রায়পুর মজুমদার বাড়ির ইতিহাস)।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।