বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৭ জাতীয় গোল্ডকাপে কলমাকান্দা বালিকা দল বিজয়ী

বিশেষ প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৭ জাতীয়গোল্ড কাপফুটবল টুর্নামেন্টের নির্ধারিত ফুটবল খেলায় পূর্বধলা কে ১-০ গোলে হারিয়ে কলমাকান্দা উপজেলার বালিকা দল বিজয়ী হয়েছে। সোমবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে প্রধান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। ফাইনাল খেলায় ১০ টি উপজেলার মধ্যে বিজয়ী হয় কলমাকান্দা বালিকা দল। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, নেত্রকোণা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম খান, কাজি সুমান্না আক্তার, সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, ঝুমা আক্তার, সহ-সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, কামরুন্নেসা আশরাফ দীনা, সাধারণ সম্পাদক, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, তুহিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ নেত্রকোণা সহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।