প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে নেত্রকোণা বিড়ি শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি: ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে কর আরোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে নেত্রকোণায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা সদরের চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুরে বাচ্চু বিড়ি ফ্যাক্টরীর মাঠে নেত্রকোণা বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কাশেম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তব্য রাখেন চল্লিশা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল জব্বার ফকির, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জহিরুল হাসান আকন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জহর আলীসহ আরও অনেকেই। বক্তারা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহন করে বিড়ি শ্রমিকদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি অনুরোধ করেন। এসময় কয়েকশত বিড়ি শ্রমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।