পূর্বধলার শ্যামগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার শ্যামগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে রোববার সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ শ্যামগঞ্জ ব্যানারে’ এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী অংশ নেন।
পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের কুমুদগঞ্জ মোড়ে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ শ্যামগঞ্জ কমিটির আহবায়ক মোঃ মারিয়ান জামান খান সোহান, সদস্য সচিব ইমন হাছান শাওন,সহকারি প্রধান শিক্ষক মাকসুদুল আলম, শিক্ষক গোবিন্দ বনিক, শিক্ষক আল আমীন, শেখ সালাউদ্দিন চাঁন, আসাদুজ্জামান ডানু, সালমান রহমান পল্লব,অভিরায়হান সাব্বির, মোস্তাকিন, সৈয়দ এস এম রিজু, শাহাদাৎ হোসেন, অংগনা পাল, উজ্জল শেখ, পাপন, সঞ্চিত, কাজল, মোঃ উজ্জল মিয়া, আজহারুল ইসলাম সুমন, রানা দিপু,নির্মল, রনি প্রমুখ।
এসময় বক্তরা বলেন, প্রতিদিন অনিয়ন্ত্রিত ও বেপরোায়া ট্রাক চলাচলের কারণে প্রতিদিন দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। বহুলোক পঙ্গুত্ব বরণ করছে। প্রতিদিন হতাহতের ঘটনা ঘটলেও কোন বিচার পাচ্ছেননা ভুক্তভোগি পরিবারগুলি। ফলে এ সড়কটি এখন মৃত্যুপুরিতে পরিণত হয়েছে।
বক্তারা সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ, নিরাপদ সড়ক ও কুমুদগঞ্জ মোড়ে ফুটঅভার ব্রিজ, রোড ডিভাইডার, লাইসেন্স বিহীন চালক দিয়ে ট্রাক চলাচল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।