নেত্রকোণায় বোরো ধান সংগ্রহ শুরু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা খাদ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সদর উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান উদ্ধোধন করা হয়েছে। কর্মসূচীর উদ্ধোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী থান খসরু এমপি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফজলে রানার সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচআর খান পাঠান সাকি, জেলা কৃষকলীগের আহবায়ক মো. আব্দুস শহীদ প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান জানান, অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ মৌসুমে জেলায় ২৪ হাজার ৪৮৪ মেট্রিক টন ধান ও ২৮৫ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।