বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নেত্রকোণার রৌপ্যসহ ৫ টি পদক লাভ

বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থা অংশ গ্রহণ করে রৌপ্যসহ ৫ টি পদক লাভ করেছে।
গত পহেলা এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে বিকেএসপির ভেন্যুতে অনুষ্ঠিত গেমসে অংশ গ্রহণ করে নেত্রকোণা জেলা ক্রিড়া সংস্থা।
বাংলাদেশ উশু ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এড: কামাল হোসেন এর সভাপতিত্বে ও বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সমম্পাদক মোঃ দুলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক প্রশিক্ষণ মোঃ মাহবুবুর রহমান,বিকেএসপি’র পরিচালক প্রশিক্ষণ কর্ণেল একেএম মাজহারুল হক প্রমুখ।
নেত্রকোণা জেলার প্রতিনিধিত্ব করেন টিম ম্যানেজার মোঃ মনিরুজ্জামান বাবুল। জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করেন টিম কোচ নাদিম আহমেদ।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থা অংশ গ্রহণ করে রৌপ্যসহ ৫ টি পদক লাভ করায় অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাইদুর রহমান, জেলা উশু এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শিল্পপতি শামসুল কবীর খান,জেলার উশু এসোসিয়েশনের সভাপতি হাজি খাইরুল ইসলাম বাবুল।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।