নেত্রকোণায় করোনা রোধে মাস্ক বিতরণ

বিশেষ প্রতিনিধি: দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ কমাতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে শহরে মাস্ক বিতরণ করা হয়েছে।
জেলা শহরের মোক্তারপাড়াস্থ পৌরসভার মোড়ে মাস্ক বিতরণ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এস.এম মহসিন, চিত্তরঞ্জন সরকার, শামীম রেজা খান সরল, পৌর সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ, সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম হাওলাদার মিলন প্রমুখ। একই সময়ে শহরের মগড়া ব্রীজ পয়েন্টে পথচারীদের মাঝে মাস্ক বিতরন করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রতিমন্ত্রীপত্নী কামরুন্নেছা আশরাফ দীনা, সহকারী কমিশনার (ভুমি) মো. সেলিম মিয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ। নেত্রকোনা জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বুধবার করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শহরের ১২টি পয়েন্টে মাস্ক বিতরন করা হয়েছে।
এদিকে জেলা পুলিশের উদ্যোগে সদর ট্রাফিক কার্যালয়ের সহযোগিতায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ তদারকী ও মাস্ক বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।