
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর এলাকায় রোববার ভোরে একটি বালুবাহী ট্রাক একটি অটোরিক্সাকে চাপা দিলে চালক সুলতান আহমেদ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। নিহত সুলতান আহমেদ পূর্বধলা উপজেলার তুলাপাবই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, সুলতান আহমেদ রোববার ভোর রাত সোয়া ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা চালিয়ে শ্যামগঞ্জ যাচ্ছিলেন পথে বিরিশিরিগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ও অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, নিহত অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হতান্তর করা হয়েছে।