বিরিশিরি কালচারাল একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার বিকেলে কালচারাল একাডেমি হলরুমে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং।একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র শ. ম জয়নাল আবেদীন প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এদেশের অমূল্য সম্পদ। এগুলো বাঁচিয়ে রাখতে সরকার কাজ করছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলেমেয়েরা নাচ গানের মাধ্যমে তাদের জীবনযাত্রা, জুম চাষ সহ বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলে তা বরাবরই খুবই আমাদের অনুপ্রাণিত করে। তিনি বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।