নেত্রকোনায় সেবা গ্রহণের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শেয়ারিং বিষয়ে পরামর্শ সভা

বিশেষ প্রতিনিধি: বেসরকারী সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের এ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইম্যান এন্ড মারজিনালাইজ্ড পীপুল (আওয়াম) প্রকল্পের উদ্যোগে বুধবার সংস্থাটির নেত্রকোণা শহরের পূর্ব কাটলী এমএফটি প্রশিক্ষণ কক্ষে নারী ও যুবাদের সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা কন্দ্রের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ। ধারণা পত্র পাঠ করেন ইয়ুথ সভাপতি তৃপ্তি আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন , জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন-কাউন্সিলর এসএম মহসীন আলম, মোঃ আব্দুল হেলিম, মোঃ শামীম রেজা সরল খান, চিত্তরঞ্জন সরকার, ফেরদৌসী হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ফোরাম, ক্লাষ্টার ও ইয়ুথ প্রতিনিধিগণ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।