নেত্রকোণায় ট্রেন ও লড়ির মুখোমুখি সংঘর্ষ- লড়ি চালক আহত

স্টাফ রিপোর্টার : নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের সতরশ্রী নতুন বাজার রেল গেইট এলাকায়  শনিবার বেলা তিনটার দিকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন ও লড়ির সংঘর্ষ হয়। এসময় লড়ির চালক ঠাকুুরাকোণা বাজারের বাসিন্দা  আইনুল মিয়াা(২৬) মারাত্মক আহত হলে তাকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, লড়ি চালক ট্রেনটিকে লক্ষ্য না করেই রেললাইন অতিক্রম করতে চাইলে এই ঘটনা ঘটে। এসময় ট্রেনের ইঞ্জিনের সাথে লড়ির ইঞ্জিন আটকে যায় এবং প্রায় তিনশত গজ দূর পর্যন্ত ছেচড়ে যায় লড়ির ইঞ্জিন। দুর্ঘটনার সময় লড়ি চালকের কানে হেডফোন দেয়া ছিল বলেও জানান স্থানীয়রা।
দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক কমিউটার ট্রেনটি দুর্ঘটনা স্থলে আটকা ছিল। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।