ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সালাহ উদ্দিন খান রুবেল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য ভাঙ্গা ও স্থাপনে বিরোধিতাকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, সন্ত্রাস-জঙ্গিবাদ, উগ্র-মৌলবাদ, ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সোমবার দুপুরে নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও জেলা যুব মহিলা লীগের উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছু জোহা, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু,শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খায়রুল ইসলাম বাবুল, সরকারী কলেজের সাবেক জিএস মুখলেছুর রহমান খান বাবুল, আওয়ামী লীগ নেতা একে এম আজহারুল ইসলাম অরুণ, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য তাহমিনা আক্তার, জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দী, সাধারণ সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, যুব মহিলা লীগ আটপাড়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা চৌধুরী রেখা, নেত্রকোণা সদর উপজেলা শাখার সভাপতি মঞ্জু রাণী সরকার, পৌর শাখার সভাপতি রমা সরকার প্রমূখ।

এসময় বক্তারা বলেন, একাত্তরের ফতোয়াবাজরা মনগড়া ফতোয়া দিয়ে মা-বোনদের ধর্ষণ ও লুটপাট চালায়। আজকে যারা মনগড়া ফতোয়া দিচ্ছে ওরা তাদেরই সন্তান,পাকিস্তানীদের দোসর। সেই সঙ্গে ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।