
বিশেষ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে নেত্রকোণা শহীদ মিনার মোড়ে সকাল এগারোটায় মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব্বন্ধনে সংগঠনের সভাপতি ড. শওকত আকবর খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটনের সঞ্চালনায় মানব্বন্ধনে বক্তব্য রাখেন জেলা বারের সভাপতি এড. সীতাংশু বিকাশ আচার্য, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমী, শিখরের সভাপতি জিয়াউর রহমান খোকন, জেলা উশু এসোসিয়েশনের সভাপতি হাজী খায়রুল ইসলাম বাবুল, বঙ্গবন্ধু পরিষদের বারহাট্টা শাখার সভাপতি ফেরদৌস বাবুল। মানব্বন্ধনে বক্তারা উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক বিভ্রান্তি ছড়ানোর দায়ীদের আইনের আওতায় আনা দাবী জানান।