ধলামূলগাঁও ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফারুক বেসরকারীভাবে বিজয়ী

স্টাফ রির্পোটার: নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের)ওমর ফারুক বিজয়ী হয়েছেন ।
বেসরকারিভাবে প্রাপ্ত ফরাফলে তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি রজনী গন্ধা প্রতীক নিয়ে মোঃ রেজুয়ানুর রহমান পেয়েছেন ২ হাজার ৮শ’ ৪৯ ভোট। আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল হালিম খান পেয়েছেন ২ হাজার ৪ শ’ ২৪ ভোট। ৯টি ভোট কেন্দ্রের বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে ওমর ফারুকের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সূত্র।


নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ১১ জন প্রার্থী। এ ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২১হাজার ৯শ’ ২৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩শ’ ৫০জন ও মহিলাভোটার ১০হাজার ৬শ’ ৫জন।
পূর্বধলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ রাত নয়টার দিকে বলেন, সবগুলো কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের)ওমর ফারুক বিজয়ী হয়েছেন। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি রজনী গন্ধা প্রতীক নিয়ে মোঃ রেজুয়ানুর রহমান পেয়েছেন ২ হাজার ৮শ’ ৪৯ ভোট।
উল্লেখ্য, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩ মে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়। পরে গত ১৪ সেপ্টেম্বর সোমবার এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।