নেত্রকোণায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২০ হাজার গাছের চারা রোপন

বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ১০ লাখ বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
পূর্বধলা উপজেলার দামপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচীতে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, ঢাকা জোনের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আকতারুজ্জামান, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালসহ বাপাউবোর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আকতারুজ্জামান জানান, জেলার বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ২০ হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। এছাড়াও জেলার পানি উন্নয়ন বোর্ডের স্থাপনাসহ সরকারী বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।