নেত্রকোণায় মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: নেত্রকোণা  পৌর ভবনের তৃতীয়তলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক গন পরিষদ সদস্য আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে ৩০০ আসনের মিলনায়তনটির উদ্বোধন করেন, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান।

এ উপলক্ষে মিলনায়তনে পৌরসভার প্যানেল মেয়র-১ আমীর বাশারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিজ্ঞ পিপি এডভোকেট ইফতেকার উদ্দিন মাছুদ, জেলা আওয়ামীলীগ সাংঘটনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার,জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল,জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা পূজা উদযাপনের সভাপতি মঙ্গল সাহা রায়,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এড. দিপক ধর গুপ্ত, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান,জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার,৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল হেলিম, ১.২.৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামিম আরা খানম শিল্পী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী কামাল,আওয়ামীলীগ নেতা মানিক রায়,বাসেত খান খসরু,২ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার জাহান চৌধুরী,আওয়ামীলীগ নেতা চপল দত্ত,কেন্দ্রীয় বাস মালিক সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক আরিফ খানসহ অন্যান্যরা।

মেয়র নজরুল ইসলাম খান জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যায়ে মিলনায়তনটি নির্মাণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।