নেত্রকোণায় ক্যান্সার ও হৃদরোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান

বিশেষ প্রতিনিধি: ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসার জন্য সমাজ সেবা অধিদপ্তর নেত্রকোণা থেকে ৭১ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার জেলা সমাজসেবা অফিসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি এই সমস্ত চেক প্রধান অতিথি হিসাবে রোগীদের মাঝে বিতরণ করেন।
সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক। সমাজ সেবা অফিস থেকে জানানো হয় যে, গত চার মাসে নেত্রকোণার ১০ উপজেলায় ৫১১ জন ক্যান্সার, কিডন, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজডও জন্মগত হৃদরোগীদের চিকিৎসার জন্য আড়াই কোটি টাকা বিতরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।