নেত্রকোণার পৌরসভার ১৪০ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা

বিশেষ প্রতিনিধি: নতুন কোন করারোপ ছাড়াই নেত্রকোণা পৌরসভার ১৪০ কোটি টাকার ২০২০-২১ সনের উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় পৌরভবনে পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান এই বাজেট ঘোষণা করেন। বাজেটের উল্লেখযোগ্য বরাদ্দগুলো হলো, জলবায়ূ প্রভাব মোকাবেলায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নেত্রকোণার প্রধান নদী মগড়া নদীর পাড় সংরক্ষণ,সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ উন্নয়ন বাবদ ৩৭ কোটি টাকা, নগর উন্নয়ন বাবদ ১৪ কোটি টাকা, অডিটরিয়াম নিমাণ বাবদ সাড়ে ৬ কোটি টাকা, মুক্তিযুদ্ধ বিজয় ভাষ্কর্য নির্মান বাবদ ১ কোটি টাকা, প্রাথমিক পল্লী স্বাস্থ্য সেবা প্রকল্প বাবদ ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আমীর বাসার এবং শেখ হেলালসহ কাউন্সিলার, পৌর সচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।