মদনে বৃদ্ধার হাত ভেঙে দিলো প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার: নেত্রকোণার মদনে মারামারির ঘটনার জের ধরে বসত বাড়িতে হামলা চালিয়ে রুপচান (৭৫) বৃদ্ধার হাত ও আঙ্গুল ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
আহত বৃদ্ধা উপজেলা তিয়শ্রী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ আহমেদ সুহেল এর মা। ভাঙ্গা হাত নিয়ে রুপচান মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রিয়াজ আহমেদ সুহেলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (৬ জুন) সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরধরে একই গ্রামের আব্দুল গণি বেচুকে দৌলতপুর কালিবাড়ি মোড়ে প্রতিপক্ষের লোকজন মারপিট করলে তার ছেলে ওমর সানি বাদী হয়ে ওই রাতেই ৫৬ জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছে। সোমবার সকালে
ইউপি সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ সোহেলের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর ও বৃদ্ধাকে মারপিটের ঘটনা ঘটায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইউপি সদস্য রিয়াজ আহমেদ সোহেল জানান, বালালী গ্রামের বেচু মিয়ার ভাই জলিলের নেতৃত্বে ১০/১৫ জন সশস্ত্র লোক সোমবার সকালে আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আমার বসত ঘরে ব্যাপক ভাংচুর করেছে। এর সাথে আমার বৃদ্ধ মাকে মেধরক পিটিয়ে হাত ও আঙ্গুল ভেঙ্গে দিয়েছে। বর্তমানে আমার মা মদন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ
ব্যাপারে আমার ভাই মদন থানায় মামলা করবে।
এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, বালালী গ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাংচুরের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুনেছি রুপচান আঘাত পেয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।