একদিনে ময়মনসিংহ বিভাগে ৮১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার: সোমবার ২টি মেশিনে ৩৭৬ নমুনা পরীক্ষা করে ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ময়মনসিংহ জেলায় সোমবার সর্বোচ্চ ৬৩ জন আক্রান্ত হয়েছেন। যা অতিতের সব রেকর্ড ছাড়ালো।

এরমধ্যে ময়মনসিংহ সদরের ২ চিকিৎসকসহ ৪৯ জন, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫ জন, ত্রিশাল উপজেলায় ৫ জন, নান্দাইল উপজেলায় ৪ জনসহ জেলায় ৬৩ জন, জামালপুর জেলা সদরে ৪ জন, নেত্রকোণা জেলা সদর-৩, কেন্দুয়া-৬, মোহনগঞ্জ-৪, পূর্বধলা-১ জনসহ জেলায় ১৪ জন রয়েছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,১৪৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৫৬৪ জন, জামালপুর জেলায় ২৪৪ জন, নেত্রকোণা জেলায় ২৫৪ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন।

আজ ২১ জন সহ বিভাগের চার জেলায় এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন।

বিভাগে সর্বমোট মারা গেছেন ১৩ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৬ জন, জামালপুর জেলায় ৪ জন এবং নেত্রকোণা জেলায় ২ জন ও শেরপুর জেলায় একজন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।