মোহনগঞ্জে ব্রি হাইব্রিড ধান-৩ পরীক্ষামূলক আবাদ : ফলন একরে ৯১ মণ

মোহনগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউড উদ্ভাবিত নতুন জাতের ব্রি হাইব্রিড ধান-৩ পরীক্ষামূলকভাবে নেত্রকোণার মোহনগঞ্জের বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর মাঠে আবাদ করা হয়।
সোমবার দুপুরে স্থানীয় কৃষি বিভাগ আনুষ্ঠানিক ধান কর্তন করে। পরিমাপে একরে ফলন হয়েছে ৯১মণ। উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউডয়ের অর্থায়নে চলতি বোরো মৌসুমে বিরামপুর গ্রামের কৃষক সুধারঞ্জন চক্রবর্তীর .৩৩ শতক জমিতে এই আবাদ করা হয়। ধানটি মাঝারি মোটা জীবনকাল ১৪৫দিন। বাম্পার ফলন পেয়ে কৃষক খুবই খুশী হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ দুলা মিঞা, উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সজীব প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।