নেত্রকোণায় সুরক্ষার জন্য অর্ধশত পিপিই বিতরণ করলেন সাবেক উপমন্ত্রী জয়

বিশেষ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে মঙ্গলবার নেত্রকোণায় চিকিৎসক, আইনশৃংখ্যলা বাহিনী, জেলা প্রশাসন, কারাগারসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের সুরক্ষার জন্য পার্সনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।


মঙ্গলবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন ডাক্তার তাজুল ইসলামের হাতে ২১ টি পিপিই জয়ের পক্ষে তুলে দেন তার ব্যক্তিগত সহকারী আব্দুর রফ রব্বানী।
পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেল সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিজ নিজ দফতরে গিয়ে তাদের হাতে অর্ধশত এসব পিপিই তুলে দেয়া হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।